নির্বাচনের পরদিনই প্লাস্টিকে মোড়ানো পোস্টার অপসারণ করেছেন মেয়র

মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ ভোটের পরদিন থেকেই প্লাস্টিকে মোড়ানো পোস্টার অপসারণ শুরু করেছেন। নিজে উপস্থিত এই কাজের তদারকি করছেন তিনি। পরিবেশের জন্য ক্ষতিকর এসব পোস্টার নামিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে।

মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ ভোটের পরদিন থেকেই প্লাস্টিকে মোড়ানো পোস্টার অপসারণ শুরু করেছেন। নিজে উপস্থিত এই কাজের তদারকি করছেন তিনি। পরিবেশের জন্য ক্ষতিকর এসব পোস্টার নামিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে।

রোববার বিকেলে তিনি নিজের বাড়ির সামনে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ফটকে নিজের পোস্টার নামানোর মধ্য দিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, যারায় পদে যায় তারাই ভুলে যায় তার অবস্থান। জনগনের সেবাতো দুরের কথা জনগণের পাশেই আসে না। কিন্তু মেয়র পরিবেশ দূষণ রোধে যে উদ্দোগ নিয়েছেন তা মন ছুঁয়ে যায়।

মেয়র সিপার উদ্দিন আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, প্লাস্টিকে মোড়ানো পোস্টার খুব পরিবেশ দূষণ করবে। এগুলো যেমন পচবে না তেমনি নালায় পড়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌদুরী তার প্রতিক্রিয়ায় বলেন, এটি একটি প্রসংশনীয় উদ্যোগ।

Comments

The Daily Star  | English
Worker unrest in Bangladesh

Owners threaten to shut garment factories from tomorrow if unrest continues

The garment factory owners today decided to shut down their production units from tomorrow under “no work no pay” policy for an indefinite period if the labour unrest continues further

51m ago