ভারত থেকে ২০ জানুয়ারি আসছে ২০ লাখ ডোজ ভ্যাকসিন

বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন উপহার দিচ্ছে ভারত। যা আগামী ২০ জানুয়ারি দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
আজ সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে হওয়া চুক্তির বাইরেও অতিরিক্ত কিছু ডোজ ভ্যাকসিন ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাবে বাংলাদেশ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছিলেন।
মন্ত্রী জানিয়েছিলেন, বেক্সিমকোর মাধ্যমে সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আসার আগেই উপহারের ভ্যাকসিন দেশে এসে পৌঁছাতে পারে। চুক্তি অনুযায়ী সেরাম থেকে তিন কোটি ডোজ ভ্যাকসিনের প্রথম চালান আগামী ২৫ বা ২৬ জানুয়ারি দেশে এসে পৌঁছার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন:
ভারত উপহার হিসেবেও কিছু ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দেবে: স্বাস্থ্যমন্ত্রী
Comments