‘নৌকা মার্কার প্রার্থী শিলুকে ভোট না দিলে কেন্দ্রে আসার দরকার নেই’
বগুড়ার গাবতলী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মোমিনুল হক শিলুকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসার দরকার নেই বলে হুমকি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন।
গত শনিবার সন্ধ্যায় গাবতলীর দাড়াইল বাজারে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারাভিযান উদ্বোধন করতে গিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এই কথা বলেন। তার সেই বক্তব্যের ভিডিও ফুটেজ দ্য ডেইলি স্টারের হাতে এসেছে।
২ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিও ক্লিপে নেতা-কর্মীদের উদ্দেশে শাহীন বলেন, ‘নৌকা মার্কার প্রার্থী শিলুকে যে লোক ভোট দিবে সে ভোটকেন্দ্রে আসবে, না দিলে তার আসার দরকার নেই, ঘরের লোক ঘরেই থাক।’
তিনি আরও বলেন, ‘আপনারা প্রত্যেকটা ইউনিটের নেতা-কর্মীদের এনে ভোটকেন্দ্র ভাগ করে দিবেন। সেখানে একজনকে কমান্ডার বানিয়ে দিবেন। সেখানে সেই কমান্ডারের নেতৃত্ব চলবে।’
নেতা-কর্মীদের প্রশ্ন করে তিনি বলেন, ‘এখন কি মার খাওয়ার সময় আছে? এখন মার দেওয়ার সময় আছে। ...আমরা মারব। ...ধানের শীষ মার্কা নিয়ে যে কথা বলবে তার উপর গজব হবে।’
‘আমরা মেয়রে দাঁড়িয়েছি, মেয়র নিব ....যেমন করে আমরা গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান করেছি সেই ভূমিকা নিয়েই মেয়র করতে হবে,’ বলেন তিনি।
এই বক্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হলে শাহীন ডেইলি স্টারকে বলেন, ‘নির্বাচনে নেতা-কর্মীদের উজ্জীবিত করতে আমি এই কথা বলেছি।’
এই বিষয়ে জানতে চাইলে গাবতলী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রওনক জাহান (গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা) ডেইলি স্টারকে বলেন, ‘আজ বিকেলে ভিডিও ফুটেজটি আমার কাছে এসেছে। এখানে সেই আওয়ামী লীগ নেতা যে বক্তব্য দিয়েছেন তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। এই বিষয়ে আগামীকাল তাকে একটি শোকজ নোটিশ পাঠানো হবে।’
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি বগুড়ার গাবতলী পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থীসহ পাঁচ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Comments