৮ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

Paturia ferry
ছবি: স্টার ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘কুয়াশার প্রকোপ কেটে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল ১১টায় ফেরি চলাচল শুরু হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘এর আগে ঘন কুয়াশার কারণে আজ ভোররাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছিল বিআইডব্লিটিসি।’

‘রাতে পদ্মায় কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে গিয়েছিল। দুর্ঘটনা এড়াতে রাত ৩টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়,’ যোগ করেন তিনি।

যাত্রী ও যানবাহনসহ মাঝ নদীতে আটকা চারটি ফেরি আটকা পড়েছিল উল্লেখ করে তিনি আরও বলেছেন, দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়েছে।

তিনি জানিয়েছেন, একই অবস্থা রাজবাড়ি জেলার দৌলতদিয়া ঘাটেও বিরাজ করছিল।

Comments