গুজরাটে ট্রাকচাপায় নিহত ১৫, আহত ৬
ভারতের গুজরাটে ট্রাকচাপায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার ভোরে গুজরাটের সুরাত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই পরিযায়ী শ্রমিক ও রাজস্থানের বাসিন্দা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, ভোরে আখভর্তি একটি ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ফুটপাতে গিয়ে পড়ে। শীতের মধ্যেই হতদরিদ্র শ্রমিকরা রাস্তার ধারে ফুটপাতে ঘুমিয়ে ছিলেন। ট্রাকটি ফুটপাতে গিয়ে চাপা দিলে তাদের মৃত্যু হয়।
ওই ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ ছাড়াও, আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
Comments