বিমানবন্দর এলাকায় বাসচাপায় দম্পতি নিহত: চালক গ্রেপ্তার
রাজধানীর বিমানবন্দর এলাকায় আজমেরী গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাজীপুরের মৌচাক এলাকা থেকে চালক তসিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন। দম্পতি নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করছেন এসআই ইমরান।
এর আগে, গতকাল সকালে মোটরসাইকেলে করে দক্ষিণখানের বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ ইকবাল (২৬) ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২২)। সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর এলাকার পদ্মাওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এই দম্পতি। তাদের পাঁচ বছয় বয়সী একটি কন্যাশিশু রয়েছে।
এসআই ইমরান জানান, এ ঘটনায় পর বাসটির চালক পালিয়ে যান। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুর্ঘটনার সময় বাসটি চালানোর কথা স্বীকার করেছেন চালক তসিকুল।
আরও পড়ুন:
Comments