জাতীয় নিরাপত্তা সংস্থায় ট্রাম্পের অনুগতের দায়িত্ব না দেওয়ার অনুরোধ পেলোসির

Nancy Pelosi
স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান কৌসুলির পদে ট্রাম্পের অনুগত ব্যক্তিকে না বসানোর অনুরোধ করেছেন দেশটির স্পিকার ন্যান্সি পেলোসি।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলারের কাছে এ অনুরোধ জানিয়ে পেলোসি বলেছেন, এনএসএ’তে প্রধান কৌসুলির পদে ট্রাম্পের অনুগত কাউকে বসানোর বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী মিলার যে পরিকল্পনা করেছেন তা ‘এক্ষুনি রদ’ করা প্রয়োজন।

তার মতে, এমন সিদ্ধান্ত ‘খুবই সন্দেহজনক’ এবং তা দেশটির জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ‘চরম অবমাননাকর’।

গতকাল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার এক চিঠিতে পেলোসি লিখেছেন, ‘মাইকেল এলিসকে এনএসএ’র নতুন প্রধান কৌসুলি হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনাকে আমি এক্ষুনি রদ করার অনুরোধ করছি।’

তিনি সেই বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালককে এনএসএ’র প্রধান কৌসুলি নিয়োগ প্রক্রিয়া তদন্তের অনুরোধও জানিয়েছেন।

পেলোসি আরও লিখেছেন, ‘নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পরপরই মাইকেল এলিসকে এই পদে নিয়োগ দেওয়ার জন্যে নির্বাচিত করা ও ট্রাম্প প্রশাসনের ক্ষমতা ছাড়ার মাত্র তিন দিন আগে এলিসকে এই পদে নিয়োগ দেওয়ার জন্যে তড়িঘড়ি করার বিষয়টি খুবই সন্দেহজনক।’

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে এনএসএ’তে নিয়োগ পাওয়ার আগে ট্রাম্পের উগ্রসমর্থক মাইকেল এলিস ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান প্রতিনিধি ডেভিন নুনেসের সঙ্গে কাজ করেছিলেন।

এতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে এলিসের নিয়োগ নিয়ে আপত্তি তুলেছেন ডেমোক্রেটিক সিনেটর মার্ক ওয়ার্নার ও জ্যাক রিড।

তারাও এলিসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তের অনুরোধ করেছেন।

আরও পড়ুন:

হোয়াইট হাউসে বাইডেনের আগমন: উত্তরসূরিকে স্বাগত জানাবে না ট্রাম্প দম্পতি

সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন মেলানিয়া ট্রাম্প

ট্রাম্পের ক্ষমার তালিকায় আরও ১০০ অপরাধী

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ট্রাম্প কন্যা ইভাঙ্কা

নিজস্ব যোগাযোগমাধ্যম চালু করবেন ট্রাম্প!

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran condemns Israeli attack on state TV as 'war crime'

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago