‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিংয়ে মুম্বাইয়ে চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে অংশ নিতে চঞ্চল চোধুরী ও আরিফিন শুভ মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
আজ মঙ্গলবার এই দুই অভিনেতা ঢাকা ছেড়েছে।
ঢাকা ছাড়ার আগে দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন আরিফিন শুভ।
ছবিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড়বেলার চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। চঞ্চল চৌধুরী অভিনয় করবেন বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের মাঝ বয়সের চরিত্রে।
ঢাকা ছাড়ার আগে ফেসবুকে দেয়ালে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘১১ বছর আগে ফকির লালন শাহকে নিয়ে প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ নির্মাণ করেছিলেন “মনের মানুষ” সিনেমা। সেই সিনেমায় অভিনয়ের সুবাদে দেশের বাইরে প্রথম শিলিগুড়ির চিলাপাতা ফরেস্টে দীর্ঘদিন শুটিং করেছিলাম। ঠিক ১১ বছর পর তেমনি এক শীতের সকালে মুম্বাই যাচ্ছি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করতে।’
‘বঙ্গবন্ধু’ সিনেমাটির লাইন প্রযোজক মোহাম্মদ হোসেন জেমি ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, ‘গতকাল (সোমবার) মুম্বাইয়ের প্রথম ফ্লাইটে সিনেমাটির ক্যামেরা ক্রু ও কলাকুশলীরা গিয়েছেন। সেই ফ্লাইটে শিল্পীদের মধ্যে কেবল দিব্যই গিয়েছেন। বঙ্গবন্ধুর কিশোর বেলার চরিত্রে অভিনয় করবেন তিনি।’
‘আজ চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভ গিয়েছেন’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, এরপর গাজী রাকায়েত, রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, ও নুসরাত ফারিয়াসহ অনেকেই যাবেন শুটিংয়ে অংশ নিতে।’
আগামী ২৫ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে যৌথ প্রযোজিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটির শুটিং। প্রথম লটের শুটিং টানা আড়াই মাস চলবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ছবিটি পরিচালনা করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল।
Comments