‘হাড়ভাঙা’ কবিরাজের গ্রাম
গ্রামের নাম বদলে ইসলামপুর রাখা হলেও গোবরগাড়ি নামেই সবাই চেনেন। কিন্তু, এখন সেই গ্রাম পরিণত হয়েছে ‘হাড়ভাঙা’ কবিরাজদের গ্রামে।
গ্রামের প্রায় ৩০০ বাড়ির মধ্যে প্রায় ১০০টিতে রয়েছে ১০ থেকে ২০ শয্যার হাসপাতাল। গ্রামের আরও প্রায় ১০০ কবিরাজ সারা দেশ ঘুরে চিকিৎসা দিয়ে থাকেন মোটা অংকের টাকার চুক্তিতে। তাদের কারোরই নেই কোনো প্রশিক্ষণ। এমনকি কারো কারো অক্ষর জ্ঞানও নেই।
তারা এক্সরে রিপোর্ট দেখে জটিল সব হাড়-জোড়া দেওয়ার চিকিৎসাও করছেন।
গাছের পাতা, তেল ও ঝাড়ফুঁক দিয়ে রোগীদের চিকিৎসা করছেন তারা।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…
Comments