মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সাবেক ইউপি সদস্য আশরাফ আলী দেওয়ান হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে মুক্তি দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— মঞ্জুর রহমান (৩০), মোয়াজ্জেম হোসেন (৩৮), বাবুল মিয়া (৩৯), আজিজুল হক (২৫) ও ফেলি বেগম (২১)। তারা পরস্পরের আত্মীয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি দ্য ডেইলি স্টারকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৩ সালে ১৮ জুন বিকেলে ঘিওর উপজেলার সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে আসামিরা লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। পরের দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আলীর মৃত্যু হয়।

আশরাফ আলীর ভাই মনসুর আলী বাদী হয়ে ১৯ জুন ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৫ জনকে আসামি করা হয়। ২০১৪ সালে ৩১ মে তদন্তকারী কর্মকর্তা ও ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এই মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়— বলেন আফসারুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

1h ago