সৌম্যকে বার্তা দেওয়া হয় ৪-৫ মাস আগেই: তামিম

প্রেসিডেন্ট কাপের আগে জানানো হলেও প্রস্তুতিমূলক সেই টুর্নামেন্টেই সৌম্যকে ওপেন করতে দেখা গেছে। তখন এই চিন্তা থাকলে তাহলে তাকে ওই আসরেই কেন নিচে খেলানো হলো না। তামিম জানালেন
Soumya Sarkar
ফাইল ছবি: বিসিবি

টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রায় পুরোটা খেললেও একদম নতুন ভূমিকা ঠিক করা হয়েছে সৌম্য সরকারের। তাকে নামানো হবে সাত নম্বরে। তবে আচমকা কোন সিদ্ধান্ত নয়, সৌম্যকে নাকি দলের এই পরিকল্পনা চার-পাঁচ মাস আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এমনটাই দাবি অধিনায়ক তামিম ইকবালের।

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো জানান, সৌম্যকে নতুন পজিশনে কাজে লাগাতে চান তারা। বড় শট খেলার সামর্থ্যে সৌম্যর নতুন ভূমিকা শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকেই।

মঙ্গলবার অধিনায়ক তামিম জানালেন, হুট করেই নেওয়া হয়নি এই সিদ্ধান্ত। দলের পরিকল্পনার কথা সৌম্যকে জানিয়ে দেওয়া হয় অনেক আগে,  'সাত নম্বরে (সৌম্য), আমি নিশ্চিত গতকাল কোচ আপনাদের একটা ইঙ্গিত দিয়েছেন। আমি যেটা স্পষ্ট করতে চাই যে এই বার্তাটা ঐ ক্রিকেটারকে দেওয়া হয়েছিল ৪ থেকে ৫ মাস আগে। এটা এমন এক জায়গা যেখানে আমরা এখন পর্যন্ত পারফেক্ট কোন একজনকে খুঁজে পাইনি। আপনারা যদি শেষ ৬-৭ বছর দেখেন। এখন যদি কাউকে না পাওয়া যায় তখন কাউকে তৈরি করতে হয়।'

'সৌম্যকে আমরা এই কথাটা বলেছি প্রেসিডেন্টস কাপের আগে। যে, “এই পজিশনে আমরা তোমাকে ব্যাট করতে দেখতে চাই, স্কিলফুলি ও মেন্টালি তৈরি হও।” তো এটা কারো জন্যেই চমক হয়ে আসেনি। আপনাদের (সাংবাদিক) জন্য একটু হতে পারে। আমাদের মধ্যে এই কথা কিন্তু আগে থেকেই জানা ছিল। আর ঐ ক্রিকেটার ৪-৫ মাস আগে থেকেই জানত।'

'শুধু সৌম্য না, এখানে মিঠুন আছে, আফিফ আছে। এই স্পটে আমাদের দুই-তিনজন আছে। এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি যা মনে করি।'

প্রেসিডেন্ট কাপের আগে জানানো হলেও প্রস্তুতিমূলক সেই টুর্নামেন্টেই সৌম্যকে ওপেন করতে দেখা গেছে। তখন এই চিন্তা থাকলে তাহলে তাকে ওই আসরেই কেন নিচে খেলানো হলো না। তামিম জানালেন, তার দলে খেললে সৌম্যকে তিনি সেভাবেই তৈরি করতেন,  ‘সৌম্যকে আমরা প্রেসিডেন্ট কাপের আগেই বলেছি যে যদি সম্ভব  হয় তুই ৬/৭ এ না হলেও অন্তত ৫ এ ব্যাটিং করবি। বার্তাটা খুবই পরিষ্কার ছিলো .....। আমার জন্য বলাটা কঠিন হবে।  (কেন প্রেসিডেন্টস কাপে ওপেন করানো হলো। কারণ ও যদি আমার দলে থাকতো তাহলে আমি ওভাবেই করতাম।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago