অবৈধ রেলক্রসিংয়ে ইটবাহী ট্রলিকে ট্রেনের ধাক্কা, নিহত ১
পাবনার সুজানগরে ঢালারচর-রাজশাহী রেল লাইনের তাঁতিবন্দ এলাকায় ইট বোঝাই ট্রলিতে ট্রেনের ধাক্কায় একজন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। অবৈধ রেলক্রসিং বানিয়ে যানবাহন চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢালারচর-রাজশাহী রুটে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উদ্দিন খানের বাড়ি সুজানগর উপজেলার তাতিবন্দ গ্রামে। সংঘর্ষের সময় রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুদ্দোজা দ্য ডেইলি স্টারকে বলেন, ঢালারচর এক্সপ্রেসের ধাক্কায় ট্রলিটি উল্টে পাশের খাদে গিয়ে পড়ার আগে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা দবির উদ্দিনকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সুজানগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে আলম হোসেন, আসিফ ইকবাল, আমিনুল ইসলাম, ও শাজাহান আলিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে পাকশি বিভাগীয় পরিবহন (ডিটিও) কর্মকর্তা নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ঢালারচর–রাজশাহী রেল লাইনের তাঁতিবন্দের যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনো লেভেল ক্রসিং নেই। স্থানীয়রা অবৈধভাবে এখানে রেল লাইনের উপর দিয়ে রাস্তা বানিয়েছে। এখানে কোনো যানবাহন চলাচলের কথা নয়।
যেহেতু এটি বৈধ রেলক্রসিং নয় সেহেতু এখানে কোন গেটম্যান নেই। ইট বোঝাই ট্রলি অবৈধভাবে রেল লাইনের উপর দিয়ে চলাচল করায় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কোনো দায় নেই।
Comments