পঞ্চম ধাপের পৌর নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
স্টার অনলাইন গ্রাফিক্স

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি।

মো. আলমগীর জানান, পঞ্চম ধাপের নির্বাচন ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে হবে।

এখন পর্যন্ত পৌরসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি ৬৪টি পৌরসভায় এবং চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago