করোনায় মৃতদের স্মরণে বাইডেন

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্যে ওয়াশিংটন ডিসিতে এসেছেন জো বাইডেন। তিনি সেখানে লিঙ্কন মেমোরিয়ালে যুক্তরাষ্ট্রে করোনায় মারা যাওয়া চার লাখ মানুষের স্মরণসভায় অংশ নেন।
Joe Biden
ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতদের স্মরণসভায় জো বাইডেন। ১৯ জানুয়ারি, ২০২১। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্যে ওয়াশিংটন ডিসিতে এসেছেন জো বাইডেন। তিনি সেখানে লিঙ্কন মেমোরিয়ালে যুক্তরাষ্ট্রে করোনায় মারা যাওয়া চার লাখ মানুষের স্মরণসভায় অংশ নেন।

বাইডেনের শপথ নেওয়ার প্রাক্কালে সম্ভাব্য সংঘাত এড়াতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলের লিঙ্কন মেমোরিয়ালে বাইডেন করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

করোনা রোগীদের সেবা করা নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘স্বর্গে যদি কোনো দেবদূত থাকেন তাহলে তারা সবাই হলেন নার্স।… আপনাদের ধন্যবাদ।’

তিনি আরও বলেছেন, ‘কষ্ট ভুলে যাওয়ার জন্যে আমাদের উচিত মৃতদের স্মরণ করা। কখনো কখনো এটা খুবই কঠিন হয়ে পড়ে। কিন্তু, এভাবেই আমরা কষ্ট ভুলে থাকি। সে কারণেই আমরা এখানে সমবেত হয়েছি।’

করোনায় মৃতদের স্মরণে ওয়াশিংটন ডিসির পাশাপাশি দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গতকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কমলা হ্যারিসের শ্রদ্ধা

ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

লিঙ্কন মেমোরিয়ালের স্মরণসভায় তিনি বলেছেন, ‘আজ রাতে আমরা সবাই মিলে শোক প্রকাশ করব এবং কষ্ট ভুলে যাওয়ার চেষ্টা করব।’

‘যদিও আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি, তবুও বলব, আমরা আমেরিকানরা চেতনার দিক থেকে ঐক্যবদ্ধ।’

তিনি আরও বলেছেন, ‘আমার আশা, আমার প্রার্থনা— আমরা নতুন শুভবুদ্ধির মধ্য দিয়ে এই যন্ত্রণাময় পরিস্থিতি থেকে বের হয়ে আসব।’

অনাড়ম্বর অনুষ্ঠান

ফক্স নিউজ জানিয়েছে, করোনা মহামারি ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় আজ বুধবার বাইডেন ও কমলার শপথ অনুষ্ঠানটি খুব ছোট ও অনাড়ম্বর রাখা হচ্ছে।

ইনাউগুরাল কমিটি উৎসুক জনতাকে শপথ অনুষ্ঠানে শারীরিকভাবে উপস্থিত না থেকে ভার্চুয়ালি অংশ নেওয়ার জন্যে অনুরোধ করেছে।

সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্যান্য বারের মতো এবার গণ জমায়েতের ব্যবস্থা রাখা হয়নি। এছাড়াও, ডিনার অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাইডেনের শপথ অনুষ্ঠানে পরিবারের সদস্য, কংগ্রেস সদস্য ও কূটনীতিকসহ প্রায় দুই হাজার অতিথি অংশ নিবেন।

আরও পড়ুন:

ট্রাম্পের নয়, বাইডেনের অনুষ্ঠানে থাকছেন পেন্স

হোয়াইট হাউসে বাইডেনের আগমন: উত্তরসূরিকে স্বাগত জানাবে না ট্রাম্প দম্পতি

জাতীয় নিরাপত্তা সংস্থায় ট্রাম্পের অনুগতের দায়িত্ব না দেওয়ার অনুরোধ পেলোসির

কঠোর নিরাপত্তার মধ্যেও মার্কিন স্টেট হাউজগুলোর সামনে সশস্ত্র বিক্ষোভ

সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন মেলানিয়া ট্রাম্প

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago