কামরাঙ্গীর চরে পিকআপ ভ্যানের ধাক্কায় ১ জন নিহত, চালক আটক
রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরনে রয়েছে প্যান্ট ও শার্ট। আজ বুধবার সকাল ৭টার দিকে বেড়িবাঁধে পিকআপ ভ্যানের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পথচারী পরিচয়ে মো. রাকিব নামে এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করলে বিষয়টি কামরাঙ্গীর চর থানায় অবহিত করা হয়। পুলিশ জানায়, রাকিব নামে ওই ব্যক্তি পথচারী নন— দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালক। পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে গেছে। চালককে হাসপাতাল পুলিশ বক্সে আটক রাখা হয়েছে।’
Comments