ওয়ানডে অভিষেক হলো উইন্ডিজের ছয় ক্রিকেটারের

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের এক ঝাঁক ক্রিকেটারের অভিষেক হওয়া অবধারিতই ছিল।
west indies
ছবি: ফিরোজ আহমেদ

দলে নতুন মুখের ছড়াছড়ি। তাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের এক ঝাঁক ক্রিকেটারের অভিষেক হওয়া অবধারিতই ছিল। হলোও সেটা। প্রথম ওয়ানডেতে অভিষেকের স্বাদ পাচ্ছেন ছয় জন।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে দুদল। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবিয়ানরা। করোনাভাইরাস শঙ্কায় নিয়মিত খেলোয়াড়দের অধিকাংশই বাংলাদেশে না আসায় উইন্ডিজ দলকে দেখা যাচ্ছে নতুন চেহারায়।

যে একাদশ সফরকারীরা বেছে নিয়েছে, তাদের কেবল পাঁচ জনের আগে ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। তারা হলেন অধিনায়ক জেসন মোহাম্মদ, সুনিল আমব্রিস, রভম্যান পাওয়েল, আলজারি জোসেফ ও রেমন রেইফার।

অভিষেক ওয়ানডে খেলতে নামারা হলেন জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনার, আকিল হোসেন, কাইল মায়ার্স ও শেমার হোল্ডার। তাদের মধ্যে বাঁহাতি স্পিনার আকিল হোসেনের আন্তর্জাতিক মঞ্চেই অভিষেক হচ্ছে। ম্যাকার্থি, বোনার ও মায়ার্সের আছে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা। জশুয়া ও হোল্ডার খেলেছেন টেস্টে।

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিল ক্যারিবিয়ানরা। ওই ম্যাচের একাদশে এসেছে নয়টি পরিবর্তন। কেবল আমব্রিস আর জোসেফই আছেন বাংলাদেশের বিপক্ষে দলটিতে। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ, সুনিল আমব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনার, রভম্যান পাওয়েল, আকিল হোসেন, কাইল মায়ার্স, শেমার হোল্ডার, আলজারি জোসেফ, রেমন রেইফার।

Comments

The Daily Star  | English
Tarique Rahman says interim government can’t fail

Can't allow interim govt to fail: Tarique

BNP Acting Chairman Tarique Rahman today said the interim government must be cautious to avoid becoming the cause of its own failure

1h ago