ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ২৫

Faridpur road accident
ফরিদপুরের ভাঙ্গায় উল্টে যাওয়া যাত্রীবাহী বাস। ২০ জানুয়ারি ২০২১। ছবি: স্টার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নে রবগাইল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘নিহত ৩ জনের মধ্যে দুই জন নারী ও একজন পুরুষ।’

তিনি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত দূরন্ত পরিবহনের বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বগাইল এলাকায় একটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপরেই বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন।

নিহতদের একজন রশিদ মোল্লার (৫৮) বাড়ি চুয়াডাঙ্গা বলে জানা গেছে উল্লেখ করে ওসি আরও বলেছেন, বাকি দুই জনের পরিচয় এখনো জানা যায়নি।

আহত ২৫ জনের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জনিয়েছেন ওসি।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

6h ago