বাগেরহাটে বাঘের চামড়াসহ আটক ১
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/feature/images/tiger2.jpg)
বাগেরহাটে বাঘের চামড়াসহ এক চোরাশিকারি ও পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল রাত সাড়ে সাতটায় র্যাব ও বন বিভাগের যৌথ অভিযানে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ বুধবার দুপুরে তাকে বরিশালের র্যাব-৮ সদর দপ্তর থেকে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে হাজির করা হয়।
পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আটক গাউস ফকিরের কাছে একটি বাঘের চামড়া আছে। এটি জানতে আমরা কৌশল অবলম্বন করি এবং তিনি আমাদের কাছে ১৩ লাখ টাকায় এটি বিক্রি করতে রাজি হন। তারপর আমরা বরিশালের র্যাব-৮ এর সহায়তা চাই। পরে যৌথভাবে অভিযান চালিয়ে গাউস ফকিরকে বাঘের চামড়াসহ আটক করা হয়।’
তিনি জানান, এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করে গাউস ফকিরকে বাঘের চামড়া আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠান এবং বাঘের চামড়াটি সংরক্ষণে বন বিভাগকে নির্দেশ দেন।
Comments