চলনবিলে জলবায়ু সংগ্রামী রেজওয়ানের ভাসমান স্কুলের নতুন স্বীকৃতি

​চলনবিল এলাকার শিশুদের জন্য ভাসমান স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ রেজওয়ান বিশ্বের অন্যতম জলবায়ু সংগ্রামী হিসেবে নতুন স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি ব্রিটেনের প্রকাশনা সংস্থা পেঙ্গুগুইন রেনডম হাউজ থেকে প্রকাশিত বিগত দুই শতাব্দীর জলবায়ু সংগ্রামীদের নিয়ে প্রকাশিত একটি বইয়ে স্থান করে নিয়েছেন তিনি।
চলনবিলে ভাসমান স্কুলে শিক্ষার্থীরা। ছবি: স্টার

চলনবিল এলাকার শিশুদের জন্য ভাসমান স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ রেজওয়ান বিশ্বের অন্যতম জলবায়ু সংগ্রামী হিসেবে নতুন স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি ব্রিটেনের প্রকাশনা সংস্থা পেঙ্গুগুইন রেনডম হাউজ থেকে প্রকাশিত বিগত দুই শতাব্দীর জলবায়ু সংগ্রামীদের নিয়ে প্রকাশিত একটি বইয়ে স্থান করে নিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের বেন লারউলের লেখা ‘ক্লাইমেট রেবলস’ বইয়ে ‘নৌকাস্কুল’ এর উদ্ভাবক মোহাম্মদ রেজওয়ানকে ‘ক্লাইমেট রেবল’ (জলবায়ু সংগ্রামী) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বইটিতে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৪১ জন জলবায়ু সংগ্রামীর কথা তুলে ধরা হয়েছে।

রেজওয়ানের প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’ চলনবিলের বন্যাপ্রবণ এলাকায়, বিশেষ করে যেখানে স্কুল নেই, সেখানে শিশুদের পড়ালেখা চালিয়ে নিতে ২০০২ সালে চলনবিলে ভাসমান স্কুল চালু করেন। বন্যা কবলিত এলাকার শিক্ষা কার্যক্রম চালু রাখতে তার মডেল অনুসরণ করে অন্যান্য সংস্থাও পরে ভাসমান স্কুল কার্যক্রম শুরু করে।

রেজওয়ানের নৌকাস্কুল নিয়ে দ্য ডেইলি স্টার ২০১৬ সালের ৭ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। তার নৌকাস্কুলের ধারণাটি জাতিসংঘের ফান্ডস্ অ্যান্ড প্রোগ্রামস্ (ইউনিসেফ, ইউএনইপি এবং ইউএনডিপি) থেকে ইনোভেশন ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে।

রেজওয়ান দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের দেশের মানুষ বন্যা ও ঘুর্ণিঝড়ের মধ্যেও জীবন-জীবিকা চালিয়ে নিচ্ছে। তাদের এই সংগ্রামী চরিত্র আমাকে শিশুদের জন্য ভাসমান স্কুল গড়তে অনুপ্রাণিত করেছে।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

3h ago