মুজিববর্ষে পাবনার ১০৮৬ পরিবার পাচ্ছে ‘স্বপ্নের নীড়’

ছবি: স্টার

ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে মুজিববর্ষে পাবনার এক হাজার ৮৬ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘স্বপ্নের নীড়’।

ইতোমধ্যে জেলার নয় উপজেলার এক হাজার ৮৬টি ‘স্বপ্নের নীড়’ নির্মাণের কাজ শেষ হয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবার বাছাই করে ঘর বরাদ্দের সব প্রস্তুতি শেষ করেছে পাবনা জেলা প্রশাসন। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছে পাবনা জেলা প্রশাসন।

পাবনার জেলা প্রশাসক কবির মাহামুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জেলার ৯ উপজেলার ১ হাজার ৮৬টি পরিবার গৃহহীন আশ্রয়ণ প্রকল্পে দুই শতক জমিসহ সেমি পাকাঘর পাবে। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুই কক্ষের আবাসন। আরও থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। গৃহহীনদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।’

তিনি জানান, প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ইতিমধ্যে জমির রেজিস্ট্রেশন ও খাজনা খারিজ দিয়ে ঘরের অধিকার নিশ্চিত করা হয়েছে। ঘরগুলো যাতে টেকসই এবং মানসম্মত হয় সেজন্য জেলা ও উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটি নিয়মিত তদারকি করছেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গৃহহীনদের মাঝে ঘর বরাদ্দ শুরু হবে।

পাবনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে (প্রত্যেকটি বাড়ি ১ লাখ ৭১ হাজার চারশ টাকা) পাবনার নয়টি উপজেলায় ১ হাজার ৮৬টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পাবনা সদর ৪৪৯, সাথিঁয়া ৩৭২, আটঘরিয়া ৮৫, ফরিদপুর ৫০, ঈশ্বরদী ৫০, চাটমোহর ৩০, সুজানগর ২০, বেড়া ২০ এবং ভাঙ্গুড়া উপজেলায় ১০টি পরিবার এই স্বপ্নের নীড় পাবে।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

35m ago