বাইডেনের জন্য চিঠি রেখে গেছেন ট্রাম্প
রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টরা উত্তরসূরিকে হোয়াইট হাউসে স্বাগত জানালেও নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে স্বাগত জানাননি ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। অভিষেকের আগেই ওয়াশিংটন ছেড়ে ফ্লোরিডায় রওনা হয়েছেন তারা।
তবে, পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি চিঠি রেখে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক সূত্রের বরাতে সিএনএন জানায়, ওই চিঠিতে কী লেখা হয়েছে তা এখনো জানা যায়নি।
এ ছাড়াও, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও তার উত্তরসূরি জিল বাইডেনের জন্য একটি চিঠি রেখে গেছেন।
সিএনএন জানায়, জিল বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে ছোট একটি নোট লিখেছেন মেলানিয়া। তবে, চিঠিটি এখনো জিল বাইডেনের হাতে পৌঁছেছে কিনা তা জানা যায়নি।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, প্রথা অনুযায়ী ওভাল অফিসের পরবর্তী প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্টের যে চিঠি দেওয়ার কথা বাইডেনকে সেই চিঠিও দিতে অনাগ্রহ দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
মেলানিয়া ট্রাম্পও নতুন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে কোনো আলাপ করেননি। আশা ছিল যে, মেলানিয়া নিজে তার পূর্বসূরির কাছে যে আতিথেয়তা পেয়েছেন, একইভাবে তিনি নতুন ফার্স্ট লেডিকে স্বাগত জানাবেন, তাকে নিয়ে হোয়াইট হাউস সফর করবেন।
Comments