কৃষক বিদ্রোহ: বিতর্কিত আইন স্থগিতের সিদ্ধান্ত
ভারতের বিতর্কিত তিনটি কৃষি আইন এক থেকে দেড় বছরের জন্যে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
দিল্লির সীমানার কাছে হাজার হাজার কৃষকের প্রায় দুই মাসের টানা আন্দোলনের পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
সরকার এই সংকটের সমাধান বের করতে একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাবও আন্দোলনকারী কৃষক নেতাদের দিয়েছে।
সূত্র জানিয়েছে, আন্দোলনকারী নেতাদের সঙ্গে দশম দফা বৈঠকে প্রায় পাঁচ ঘণ্টার আলোচনা শেষে গতকাল বুধবার রাতে সরকার কৃষি আইন তিনটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আন্দোলনকারী নেতারা সরকারের এ প্রস্তাব গ্রহণ করেছে উল্লেখ করে সূত্র আরও জানিয়েছে আগামীকাল শুক্রবার এ নিয়ে সরকারের সঙ্গে আবারও আলোচনা হবে।
সরকারের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেওয়া কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং আনুষ্ঠানিক বার্তায় বলেছেন, ‘সরকার কৃষি আইন এক থেকে দেড় বছরের জন্যে স্থগিতের প্রস্তাব আন্দোলনকারীদের দিয়েছে।’
‘এই সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য সমাধানের জন্যে সরকার ও কৃষক নেতারা আলোচনা চালিয়ে যাবেন,’ যোগ করেন তিনি।
আরও পড়ুন:
কৃষক বিদ্রোহ: ট্রাক্টর নিয়ে দিল্লি যাওয়ার ‘মহড়া’ দিলেন আন্দোলনকারীরা
কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকবো’
কৃষক বিদ্রোহ: দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ
কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে
কৃষক বিদ্রোহ: পাঞ্জাব-হরিয়ানার ক্রীড়াবিদদের ‘সমর্থন’ ও কৃষিবিজ্ঞানীর পুরস্কার প্রত্যাখ্যান
কৃষক বিদ্রোহ: সংকট নিরসনে কমিটি করবে ভারতের সুপ্রিম কোর্ট
কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে
কৃষক বিদ্রোহ: কেজরিওয়াল গৃহবন্দি, স্বীকার করছে না দিল্লি পুলিশ
কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’
ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন
কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান
Comments