সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সিলেট সদর উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এসএমপি’র অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, ‘গতকাল রাতে উপজেলার ধোপাগুল গ্রাম থেকে ২১ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘শিশুটিকে এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গতকাল রাতে শিশুটির মা ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সন্ধ্যায় ওই যুবক শিশুটিকে ধর্ষণ করে।’
Comments