ভারতের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করল বাংলাদেশ

ভারতের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পদ্মা অতিথি ভবনে এই ভ্যাকসিন ডোজ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর কাছ থেকে ভ্যাকসিন ডোজগুলো গ্রহণ করেছেন।
ভ্যাকসিন হস্তান্তরের দিনটিকে ‘ঐতিহাসিক দিবস’ হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, ‘আমরা সৌভাগ্যবান যে ভারত আমাদের উপহার স্বরূপ ভ্যাকসিন দিয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো।’
ভারতের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ভারতে যেমন আমাদের স্বাধীনতাযুদ্ধে সহযোগিতা করছিল এই মহামারিতে তারা ২০ লাখ ভ্যাকসিন ডোজ তেমনি আমাদের সহযোগিতা করেছে।’
‘এর মধ্য দিয়ে আমাদের দুই দেশের সম্পর্ক আরও অনেক বেশি সুদৃঢ় হলো। বিপদের সময় যে বন্ধু এগিয়ে আসে সেই প্রকৃত বন্ধু তা আবারও প্রমাণিত হলো,’ যোগ করেন তিনি।
অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ভার্চয়াল শীর্ষ সম্মেলনের আলোচনার ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি ভারতে ভ্যাকসিন দেওয়া শুরুর এক সপ্তাহের মধ্যে দেশটি বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ করেছে।’
আরও পড়ুন:
ভারতের উপহারসহ ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে কাল: পররাষ্ট্রমন্ত্রী
Comments