৪ বছরে পায়রা বন্দর থেকে ২৫৩ কোটি টাকা রাজস্ব আয়

Payra_Port_21Jan21.jpg
পায়রা সমুদ্র বন্দর। ছবি: স্টার

কার্যক্রম শুরুর পরে গত চার বছরে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর থেকে ২৫৩ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। গতকাল বুধবার বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০১৬ সালের ১৩ আগস্ট সীমিত আকারে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরুর পর থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ১০৬টি জাহাজ নোঙর করেছে। যার মাধ্যমে সরকারের ২৫৩ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।

বন্দরের নির্মানাধীন প্রথম টার্মিনালের কাজের অগ্রগতি, রামনাবাদ চ্যানেল ড্রেজিং কার্যক্রম ও পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন প্রবল্পের অগ্রগতি পরিদর্শনে গতকাল সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পটুয়াখালীতে যান। বন্দর পরিদর্শনের সময় হুমায়ুন কল্লোল পরিকল্পনামন্ত্রীকে এসব তথ্য জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago