পুনেতে সেরামের কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

ভারতের পুনের মঞ্জরি এলাকায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ জন নিহত হয়েছেন। তবে, আগুন এখন নিয়ন্ত্রণে।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানায়।
দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সেরামের ওই কারখানায় আগুন লাগলে দমকল বাহিনীর দশটি ইউনিট এবং এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুনে নেভানোর কাজ শুরু করে।
সেরাম ইনস্টিটিউটের চত্বরে একটি নির্মাণাধীন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, সেরাম ইনস্টিটিউট প্ল্যান্টে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন উৎপাদন করছে। ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া ভ্যাকসিনের একটি কোভিশিল্ড।
সেরামের কর্মকর্তারা ইন্ডিয়া টুডেকে জানান, কোভিশিল্ড উৎপাদন ইউনিট নিরাপদ আছে এবং অগ্নিকাণ্ডের ফলে ওই ইউনিটের কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন:
Comments