সিধুর ৩৪ বছরের রেকর্ড ভাঙলেন এ আফগানী
জিম্বাবুয়ের বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেকটা হয়েছিল ঢাকাতে। সে ম্যাচেই আগ্রাসী ব্যাটিংয়ে নিজের জাত চিনিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। সে ধারা ধরে রাখায় অবশেষে সুযোগ পেয়েছেন ওয়ানডেতে। আর ওয়ানডের অভিষেকেই ৩৪ বছরের রেকর্ড ভেঙে দিলেন এ আফগানী। অভিষেক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড় এখন গুরবাজ।
আবুধাবিতে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এদিন মাঠে নামে আফগানিস্তান। জাভেদ আহমেদির সঙ্গে ওপেনিং করতে নেমে শতরানের জুটি গড়েন গুরবাজ। নিজেও তুলে নেন সেঞ্চুরি। আর অভিষেকে সেঞ্চুরিটি ৯টি ছক্কা দিয়ে সাজিয়েছেন তিনি। যা অভিষিক্ত কোনো ব্যাটসম্যানের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
এর আগে ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমে ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের সাবেক ওপেনার নভোজাত সিং সিধু। এদিন সে রেকর্ড ভেঙে দেন গুরবাজ। তবে ৭৯ বলে ৭৩ রান করা সে ইনিংসটি সিধু অবশ্য ওপেনার হিসেবে নয়, তিন নম্বরে নেমে করেছিলেন।
এছাড়া অভিষেকে ৪টি করে ছক্কা মারার রেকর্ড রয়েছে তিন ব্যাটসম্যানের। এর মধ্যে আছেন একজন আফগানীও। ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে এ চার ছক্কা মেরেছিলেন তিনি। ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এলমোর হাচিনসনও নিজেদের অভিষেক ম্যাচে ৪টি করে ছক্কা মেরেছেন। বাংলাদেশের পক্ষে নিজের অভিষেক ম্যাচে সর্বোচ্চ ৩টি ছক্কা মেরেছেন সাব্বির রহমান।
এদিন শেষ পর্যন্ত ১২৭ রানের ইনিংস খেলেছেন গুরবাজ। এ রান করতে বলও মোকাবেলা করেছেন ঠিক ১২৭টি। ৯টি ছক্কার পাশাপাশি ৮টি বাউন্ডারিও মেরেছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার ব্যাটে চড়েই দলটি আইরিশদের বিপক্ষে শেষ পর্যন্ত ২৮৭ রানের লড়াকু সংগ্রহ পায় আফগানিস্তান।
Comments