করোনাভাইরাস

মৃত্যু ২০ লাখ ৮৮ হাজার, আক্রান্ত ৯ কোটি সাড়ে ৭৪ লাখের বেশি

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২০ লাখ ৮৮ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন নয় কোটি সাড়ে ৭৪ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় পাঁচ কোটি ৩৭ লাখ মানুষ।
ভারতে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ২০ জানুয়ারি ২০২১। ছবি: রয়টার্স

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২০ লাখ ৮৮ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন নয় কোটি সাড়ে ৭৪ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় পাঁচ কোটি ৩৭ লাখ মানুষ।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নয় কোটি ৭৪ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন এবং মারা গেছেন ২০ লাখ ৮৮ হাজার ৭৮৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৮৮৫ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৮৭৯ জন এবং মারা গেছেন চার লাখ ১০ হাজার ১০২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৯৭ হাজার ৩৬৮ জন, মারা গেছেন দুই লাখ ১৪ হাজার ১৪৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৬ লাখ ৬৮ হাজার ৪৭৮ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ছয় লাখ ২৫ হাজার ৪২৮ জন, মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৩২ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি দুই লাখ ৮৩ হাজার ৭০৮ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৪৪ হাজার ৩৭১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৮ হাজার ৯৪৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৭৮০ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৫৪৪ জন, মারা গেছেন চার হাজার ৮০১ জন এবং সুস্থ হয়েছেন ৯১ হাজার ৩৮২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৩০ হাজার ২৭১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন সাত হাজার ৯৬৬ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৭৫ হাজার ৭৪ জন।

Comments

The Daily Star  | English

World Bank ready to be part of key economic reforms in Bangladesh: VP

The World Bank is 'excited' by the interim government's reform agenda and 'it is worth visiting Bangladesh right now', says Martin Raiser

55m ago