বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে ১৮ কিলোমিটার যানজট

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে রাত থেকে দুই দফায় টোল আদায় বন্ধ রাখা হয়। এ ছাড়া, সেতুর সংযোগ সড়কে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় প্রায় ১৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
BB_Bridge_22Jan21.jpg
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: স্টার

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে রাত থেকে দুই দফায় টোল আদায় বন্ধ রাখা হয়। এ ছাড়া, সেতুর সংযোগ সড়কে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় প্রায় ১৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার সকালে এলেংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত ৯টার পরে ঘন কুয়াশার কারণে সেতুর ওপর দিয়ে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ভোর ৬টার পরে আবারও যান চলাচল বন্ধ রাখা হয়। সেতুর সংযোগ সড়কে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানবাহনের সারি বড় হয়েছে।’

তীব্র যানজটে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র জানায়, ‘সকাল সাড়ে ৮টার পরে সেতুর ওপর দিয়ে পুনরায় যান চলাচল শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার পুংলি এলাকা পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

11h ago