ইরানের টেলিযোগাযোগ মন্ত্রী জামিনে মুক্ত
ইরানের তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তিনি দেশটিতে ইনস্টাগ্রাম বন্ধে অস্বীকৃতি জানিয়েছিলেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এপি’র বরাত দিয়ে সৌদি আরব-ভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের জেনারেল প্রসিকিউটর টেলিযোগাযোগ মন্ত্রী জাভেদ আজারি জাহরোমিকে তলব করলে তিনি গত বুধবার হাজিরা দেন। তখন তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
প্রতিবেদন মতে, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জামাল হাদিয়ান ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, জামিনে মুক্তি পেয়ে মন্ত্রী জাভেদ আজারি তার দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন।
এর আগে, ইরানে ইনস্টাগ্রামসহ অন্যান্য বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করতে জাভেদ আজারি অস্বীকৃতি জানানোয় তার বিরুদ্ধে সমন জারি করেছিলেন জেনারেল প্রসিকিউটর।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাভেদ আজারিকে জামিনের অর্থ হিসেবে কত দিতে হয়েছে অথবা তাকে আবার কবে হাজিরা দিতে হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
আগামী জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ঘটনাকে দেশটির কট্টর ও মধ্যপন্থিদের মধ্যে চলমান সংঘাতের একটি চিত্র হিসেবে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।
সেই নির্বাচনে জাভেদ আজারির প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে গোয়েন্দা-বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেছিলেন।
ইরানে দীর্ঘদিন থেকে ইউটিউব, ফেসবুক ও টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকলেও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চালু রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
Comments