ভারতের মেঘালয়ে কয়লা খনিতে পড়ে নিহত ৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের পূর্ব জৈন্তা পার্বত্য জেলায় একটি কয়লা খনিতে পড়ে অন্তত ছয় শ্রমিক নিহত হয়েছেন।
পূর্ব জৈন্তা পার্বত্য জেলার ডেপুটি কমিশনারের বরাত দিয়ে আজ শুক্রবার দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
ডেপুটি কমিশনার ই খারমালকি জানান, বৃহস্পতিবার গভীর রাতে জেলার দিনশালালু, সরকারি ও রাম্বাই গ্রামের কাছে একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘দুর্ঘটনায় সব মিলিয়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন। খনিতে গর্ত খোঁড়ার সময়, তাদের বহনকারী যন্ত্রটি ছিঁড়ে পড়ে যায়।’
নিহত ছয় জনের মধ্যে পাঁচ জনের পরিচয় জানা গেছে। বেশিরভাগই পাশের রাজ্য আসামের বাসিন্দা বলে জানান তিনি।
তবে, নিহত শ্রমিকরা কয়লা বা পাথর খনিতে কাজ করতেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি খারমালকি।
তিনি জানান, তাদের নিয়োগদাতার বিরুদ্ধে পুলিশ মামলা করেছে এবং দুর্ঘটনার তদন্ত চলছে।
২০১৮ সালের ডিসেম্বরে এ রাজ্যে একই ধরনের খনি দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছিল।
Comments