অগ্নিকাণ্ডে সেরামের ১ হাজার কোটি রুপির বেশি ক্ষতি হয়েছে: আদর পুনেওয়ালা

সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা বলেছেন, বৃহস্পতিবার নির্মাণাধীন কারখানায় অগ্নিকাণ্ডে সেরাম ইনস্টিটিউট এক হাজার কোটি রুপির বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
সেরামের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা। ছবি: ফাইল ফটো

সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা বলেছেন, বৃহস্পতিবার নির্মাণাধীন কারখানায় অগ্নিকাণ্ডে সেরাম ইনস্টিটিউট এক হাজার কোটি রুপির বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

আজ শুক্রবার সংবাদমাধ্যমে কথা বলার সময় পুনেওয়ালা এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে

তিনি বলেন, সেরাম আরও ভ্যাকসিনের জন্য একটি নতুন উৎপাদন লাইন তৈরি করছে, যা এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘ক্ষতি মূলত আর্থিক, যার পরিমাণ এক হাজার কোটি রুপির বেশি। আমাদের নতুন উৎপাদন লাইনে অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে, কিন্তু সেটা কোভিড ভ্যাকসিনে নয়। ক্ষতি হয়েছে বাল্ক অঞ্চলে এবং উৎপাদন ফিলিং লাইনে। যেখানে আগুন লেগেছে সেখানে কোনো ভ্যাকসিন তৈরি হচ্ছে না। তবে, ভবিষ্যতের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে,’ বলেন পুনেওয়ালা।

গতকাল পুনের এসইজেড এলাকায় সেরাম ইনস্টিটিউটের একশ একর ক্যাম্পাসের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় বড় ধরনের আগুন লাগে। এই অগ্নিকাণ্ড কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ড উৎপাদনে কোনো প্রভাব ফেলেনি। কিন্তু, ঘটনাস্থলে বৈদ্যুতিক কাজে নিয়োজিত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।

ইন্ডিয়া টুডে জানায়, রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শুক্রবার এই কারখানা পরিদর্শন করেন এবং জনগণকে আশ্বস্ত করেন কোভিশিল্ড ভ্যাকসিনের কোনো ক্ষতি হয়নি।

এই ঘটনায় ষড়যন্ত্র বা এফআইআরের প্রশ্নের জবাবে ঠাকরে বলেন, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

8h ago