রাজশাহীতে ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজশাহী শহরের পদ্মা আবাসিক এলাকা থেকে জাফর ইকবাল শরীফ (২৫) নামে একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জাফর ইকবাল শরীফ বারিন্দ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। বিদেশি শিক্ষার্থীদের জন্য কলেজেরই ছাত্রাবাসের একটি রুমে থাকতেন শরীফ। রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনির দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

সিরাজুম মুনির বলেন, পুলিশ রাত ১০টায় বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

এর আগে ২০১৭ সালের ২৯ মার্চ শহরের নওদাপাড়া এলাকার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাউধা আতিফকে মৃত অবস্থায় পাওয়া যায়। রাউধার পরিবার দাবি করেছিল যে তাকে হত্যা করা হয়েছে। পরে ভিন্ন ভিন্ন আদালতে প্রমাণিত হয় তিনি আত্মহত্যা করেছিলেন।

শরীফের মৃত্যুর ঘটনায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলের প্রাথমিক বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে এবং সুরতহাল থেকে ধারণা করছেন, এটিও আত্মহত্যা হতে পারে।

করোনাকালে কলেজ বন্ধ থাকায় শরীফ বাড়িতে গিয়েছিলেন। গত মঙ্গলবার তিনি শহরের পদ্মা আবাসিক এলাকায় তার কলেজের ছাত্রাবাসে আসেন।

ছাত্রাবাসটির সুপার গোলাম মাওলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে শরীফের বন্ধুরা দরজার ফাঁক দিয়ে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা একটি বিছানার চাদরের সঙ্গে শরীফের দেহ ঝুলছে।

সাংবাদিকরা আলাপকালে গোলাম মাওলা জানান, শরীফের বন্ধুরা দরজা ভেঙে প্রবেশ করে তাকে নামিয়ে কলেজে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শরীফকে মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Nationwide combing operation launched to curb rising crime: home adviser

The adviser announced the decision after a meeting on law and order following a series of alarming incidents

15m ago