চট্টগ্রাম সিটি নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীর ৩৭ অঙ্গীকার

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নগরবাসীর উদ্দেশে ৩৭টি অঙ্গীকার ব্যক্ত করেছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে তিনি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।
CTG_CCC_AL_Rezaul_23Jan21.jpg
আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। ছবি: স্টার

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নগরবাসীর উদ্দেশে ৩৭টি অঙ্গীকার ব্যক্ত করেছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে তিনি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, নির্বাচিত হলে তিনি জলবদ্ধতা নিরসিন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নালা-নর্দমা-খাল ও নদী দখলমুক্ত, বর্জ্য ব্যবস্থপনার আধুনিকীকরণ, নগরীর পর্যটন সুবিধার সম্প্রসারণ, হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দিন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনসহ অনেকে।

Comments

The Daily Star  | English
30 parties to join Jan 7 polls

30 parties to join Jan 7 polls: EC

Candidates of 30 out of 44 registered political parties have submitted nomination papers for the January 7 national election

2h ago