অভিষেকে মোতায়েন দেড় শতাধিক ন্যাশনাল গার্ডের করোনা শনাক্ত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা বিধানের জন্য রাজধানী ওয়াশিংটন ডিসিতে মোতায়েনকৃত সেনাদের মধ্যে ১৫০ থেকে ২০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ শনিবার রয়টার্স জানায়, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক দল উগ্র সমর্থকদের নজিরবিহীন হামলার পর ওয়াশিংটনে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়। বাইডেনের অভিষেকের দিন গোটা শহর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ছিল।
শুক্রবার পরিচয় গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ন্যাশনাল গার্ডে করোনা পজিটিভ সেনার সংখ্যা বাড়তে পারে। তবে গত কয়েকদিন শহরে মোতায়েনকৃত ২৫ হাজারের বেশি সেনার মধ্যে এখন পর্যন্ত ছোট অংশেরই করোনা পজিটিভ এসেছে।
ওই অনুষ্ঠানের পর গত দুই দিনে যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিন চার হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়।
মার্কিন ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে জানায়, সদস্যদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের বিষয় নিয়ে তারা আলোচনা করবে না। ন্যাশনাল গার্ড সবসময়ই রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের গাইডলাইন অনুসরণ করেছে। ওয়াশিংটনের বাইরে থেকে আসা সেনাদের প্রত্যেককেই শহরে প্রবেশের আগে তাপমাত্রা পরীক্ষা ও নিয়মিত স্ক্রিনিং করা হয়েছিল।
আগামী পাঁচ থেকে দশ দিনের মধ্যে প্রায় ১৫ হাজার সেনা ওয়াশিংটন ছেড়ে যাবে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। কয়েক হাজার সেনাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানা গেছে।
কর্মকর্তারা বলছেন, ন্যাশনাল গার্ডের প্রায় ৭ হাজার সদস্য এ মাসের শেষ পর্যন্ত মোতায়েন থাকবে। ওয়াশিংটনের নিরাপত্তা রক্ষায় মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় ৫ হাজার সেনা মোতায়েন থাকবে বলে ধারণা করা হচ্ছে।
Comments