শিগগির দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ: আইনমন্ত্রী
শিগগির দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শুক্রবার আইনমন্ত্রী দ্য ডেইলি স্টারকে বলেন, নতুন দুই জন অ্যাটর্নি জেনারেল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। নিয়োগের পরে তারা সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করবেন।
মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করার পরে গত তিন মাসের বেশি সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দুটি পদ ফাঁকা রয়েছে।
তবে কাকে এবং কবে নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে আইনমন্ত্রী কিছু বলেননি। তিনি বলেন, রাষ্ট্রপতি ভালো জানেন কাকে এবং কবে নিয়োগ দেওয়া হবে। এএম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার তিন দিন পরে গত বছরের ১১ অক্টোবর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। পদত্যাগপত্রে জানানো হয়, ব্যক্তিগত কারণে তারা পদত্যাগ করছেন।
চলতি বছরের ২০ জানুয়ারি ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য ‘ব্যক্তিগত কারণে’ পদত্যাগ করেন।
বর্তমানে অ্যাটর্নি জেনারেল, একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ৬৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৫১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রেরপক্ষে মামলা পরিচালনা করছেন।
Comments