মার্কিন টকশো কিংবদন্তি ল্যারি কিং মারা গেছেন
মার্কিন টকশো কিংবদন্তি ল্যারি কিং মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানায়, আজ সকালে লস এঞ্জেলেসের সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওরা মিডিয়া কোম্পানি অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ওরা মিডিয়া গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, আমাদের সহ-প্রতিষ্ঠাতা, উপস্থাপক এবং বন্ধু ল্যারি কিং মারা গেছেন।’
তবে, এই বিবৃতিতে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, জানুয়ারির শুরুতে ল্যারি কিংকে সিডার্স-সিনাই কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়।
সিএনএন আরও জানায়, তিনি কিছু স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন, কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। ১৯৮৭ সালে তার কুইন্টাপল বাইপাস সার্জারি করা হয়। যা তাকে কোনো বীমা ছাড়াই মানুষকে সহায়তা প্রদানে ল্যারি কিং কার্ডিয়াক ফাউন্ডেশন প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। ২০১৭ সালে তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে এবং সফলভাবে এর অস্ত্রোপচার করা হয়।
Comments