বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

দেশের প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২১-২০২২ সালের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী গঠন করা হয়েছে।
আজ শনিবার প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন বিসিএস ১১তম ব্যাচের কর্মকর্তা মো. খলিলুর রহমান। তিনি বর্তমানে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োজিত আছেন।
এছাড়া, কমিটির কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস।
এ সভায় সংগঠনটির বর্তমান সভাপতি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভাপতিত্ব করেন এবং বর্তমান মহাসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
করোনাভাইরাসের কারণে অনলাইনে অনুষ্ঠিত এই সভায় সারা দেশের প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন।
Comments