দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ, সর্বোচ্চ রংপুর রাজশাহীতে: সানেম

দৈনিক ভিত্তিতে কাজ পাবার অপেক্ষায় বসে আছেন শ্রমিকরা, পুরান ঢাকা তাঁতীবাজার। ছবি: আবু সাদিক

মহামারির প্রভাবে দেশে দেশে দারিদ্র্যের হার বেড়ে হয়েছে ৪২ শতাংশ। সবচেয়ে বেশি দারিদ্র্য বেড়েছে রংপুর আর রাজশাহী বিভাগে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং (সানেম) জরিপে এই তথ্য উঠে এসেছে।

গেল বছরের নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে খানা পর্যায়ে পরিচালিত এ জরিপ চালিয়ে আজ এ প্রতিবেদন প্রকাশ করেছে সানেম। টেলিফোনে পরিচালিত এই জরিপের আওতায় ছিল দেশের ৬৪ জেলায় ৫ হাজার ৫৭৭টি খানা।

সানেম বলছে, যে দুই মাসে জরিপ চলেছে তখন দেশে সার্বিক দারিদ্র্যের হার ছিল ৪২ শতাংশ।

জরিপের তথ্য অনুযায়ী রাজশাহীতে দারিদ্র্যের হার ছিল ৫৫ দশমিক ৫ শতাংশ আর রংপুরে ৫৭ দশমিক ৫ শতাংশ। এরপর সবচেয়ে বেশি ছিল ময়মনসিংহে ৪৬ দশমিক ৫ শতাংশ।

সরকারের হিসাব অনুযায়ী এক বছর আগে ২০১৯ এর ডিসেম্বরে সার্বিকভাবে দেশে দারিদ্র্যের হার ছিল২০ দশমিক ৫ শতাংশ।

কোভিড-১৯ মহামারির ফলে গত বছরের শেষ নয় মাসে আয় কমে যাওয়া ও কর্মচ্যুতির ফলে ৪৮ দশমিক ৭২ শতাংশ ক্ষেত্রে ঋণ করে আর ৩২ দশমিক ৪১ শতাংশ মানুষ সঞ্চয় ভেঙে জীবন নির্বাহ করেছেন।

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago