করোনা আক্রান্ত জাবি শিক্ষার্থীর মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মারুফ হোসেন মিনা মারা গেছেন।
গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর মুগদা হাসপাতালে মারা যান তিনি। দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন জাবি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের চেয়ারম্যান ড. নুরুল করিম।
তিনি বলেন, ‘প্রথমে করোনার কোনো উপসর্গই ছিলো না মারুফের। কিছুদিন ধরে পেটের পীড়ায় অসুস্থ হয়ে সাভারের এনাম মেডিকেল ভর্তি হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মুগদা হাসপাতালে পাঠান। সেখানে করোনা শনাক্ত হওয়ার একদিনের মাথায়ই মারা যান তিনি।’
মারুফ হোসেন মিনা বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর। পরিবারে চার বোন ও দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে সে।
Comments