প্রতিযোগিতায় নির্বাচন শুরু হবে কিন্তু সহিংসতায় শেষ হবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, প্রতিযোগিতায় নির্বাচন শুরু হবে কিন্তু সহিংসতায় শেষ হবে না। নির্বাচনের চেয়ে জীবন অনেক মূল্যবান। সংঘাত সংঘর্ষে জীবন চলে যাবে এটা হতে পারে না।
আজ রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
কে এম নুরুল হুদা বলেন, ‘নির্বাচনে প্রতিযোগিতা করবেন, কিন্তু সেটা সহনশীল পর্যায়ে। এই নির্বাচন উপলক্ষে কয়েকজন নিরীহ মানুষের জীবন চলে গেছে। এভাবে সংঘাত-সংঘর্ষে জীবন চলে যাবে, এটা হতে পারে না।’
‘তবে মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীদের ধন্যবাদ যে এই নির্বাচনকে আপনারা উৎসবমুখর করেছেন। নির্বাচন ভোটারদের পছন্দের বিষয়। সেটা চসিক নির্বাচনে প্রতিফলিত হয়েছে বলে আমার উপলব্ধি,’ যোগ করেন তিনি।
নির্বাচন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনাদের কাছে একজন প্রার্থীর পরিচয় সে একজন প্রার্থীই। সে কোন দলের, কোন মতের, কোন গোত্রের সেটা পরিচয় নয়। প্রত্যেকেই তাদের নির্বাচনী প্রচারণা করবে। আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব আপনাদের।’
Comments