তবুও শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছে না বাংলাদেশ

প্রতিপক্ষ খুব বেশি শক্তিশালী নয়। দলের সেরা তারকাদের কেউ আসেননি। তার উপর প্রথম দুই ম্যাচ জিতে এরমধ্যেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তাই শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ যাচাই করে নেওয়ার বড় সুযোগ থাকছে দলটির। কিন্তু খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে নারাজ টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

প্রতিপক্ষ খুব বেশি শক্তিশালী নয়। দলের সেরা তারকাদের কেউ আসেননি। তার উপর প্রথম দুই ম্যাচ জিতে এরমধ্যেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তাই শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ যাচাই করে নেওয়ার বড় সুযোগ থাকছে দলটির। কিন্তু খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে নারাজ টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

ওয়ানডে সিরিজে নামার আগেই আগামী ২০২৩ বিশ্বকাপ ভাবনার কথা জানিয়েছিলেন তামিম। সরাসরি বিশ্বকাপ জায়গা পেতে র‍্যাংকিংয়ে সেরা আটে থাকতে হবে টাইগারদের। অন্যথায় খেলতে হবে বাছাই পর্ব। তাই বাছাই এড়াতে এ সময়ের মধ্যে থাকা প্রতিটি ওয়ানডে ম্যাচকে আলাদা গুরুত্ব দিয়ে দেখছেন তামিম। তাই শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন অধিনায়ক। মূল্যবান ১০টি রেটিং পয়েন্টই লক্ষ্য তার।

বন্দর নগরী চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে তাই নিজের সেরাটা দিয়েই খেলবে বাংলাদেশ। ক্যারিবিয়ানরা যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকায় কোনো ঝুঁকি নিতে রাজী নন টাইগার অধিনায়ক। মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমরা সিরিজ জিতে গেছি বটে। তবে আরও ১০টি পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা বিপজ্জনক দল ও যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে।'

তাই খুব অল্প পরিবর্তন নিয়েই মাঠে নামছেন বলে জানান অধিনায়ক, 'আমরা খুব অল্প কিছু পরিবর্তন করতে পারি। তবে যারা আসবে, আমি নিশ্চিত তারাও ম্যাচ জেতাতে পারে, অতীতে যখন সুযোগ পেয়েছে, ভালো করেছে। আমাদের ড্রেসিং রুমে তাড়না প্রচণ্ড, সবাই মাঠে নেমে ভালো করতে চায়। আশা করি, এই ধারাবাহিকতা চলতে থাকবে। কালকের ম্যাচ গুরুত্বপূর্ণ। যেটা বলেছি, সিরিজ জিতেছি, কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে।'

আর শেষ ম্যাচে টাইগারদের আরও উন্নতি করার তাগিদ দিয়েছেন তামিম, 'উন্নতির আরও অনেক জায়গা আছে। পরিপূর্ণ ম্যাচ খুব কম সময়ই খেলতে পারা যায়। আমরা তিন বিভাগেই আরও উন্নতি করতে পারি। বোলিং আরেকটু ভালো করতে পারি, ফিল্ডিং ভালো করতে পারি। ব্যাটিংয়ে অনেকেই ভালো শুরু পেয়েও চালিয়ে যেতে পারছে না ও কাজ শেষ করে ফিরতে পারছে না। এই জায়গাগুলোয় নিশ্চিতভাবেই আমাদের উন্নতি করতে হবে।'

'ওয়ানডে এখন এমন একটি সংস্করণ, এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ এগিয়ে আসছে, কোয়ালিফাই করতে হলে উন্নতি করে যেতেই হবে। সামনে দেশের বাইরেও খেলতে হবে আমাদের। ভিন্ন কন্ডিশনে কাজটা সবসময় কঠিন। এটা তাই নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলে সবকিছু যেন ঠিকঠাক করতে পারি।' -যোগ করে আরও বলে তামিম।

তবে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র থেকে জানা গেছে, শেষ ম্যাচে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের খেলা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে পেসার রুবেল হোসেনকে তৃতীয় ম্যাচে নাও দেখা যেতে পারে। এছাড়া মেহেদী হাসান মিরাজের জায়গায় তরুণ স্পিনার মেহেদী হাসানের অন্তর্ভুক্তির ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago