১৪ দিন পর চীনের স্বর্ণখনিতে আটকে পড়া ১১ শ্রমিক উদ্ধার, নিখোঁজ ১০
চীনের এক স্বর্ণখনিতে আটকে পড়া ১১ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। গত ১৪ দিন ধরে খনির কয়েকশ মিটার নীচে আটকে পড়েছিলেন তারা।
বিবিসি জানায়, প্রথম শ্রমিককে বের করে আনার সময় উদ্ধারকারীদের উল্লাস করতে দেখা গেছে। টিভি ফুটেজে আরও দেখা যায়, আলো থেকে রক্ষায় ওই শ্রমিকের চোখ কাপড় দিয়ে ঢাকা ছিল।
খনির নীচে এখনও নিখোঁজ আরও ১০ শ্রমিককে উদ্ধারের চেষ্টা আব্যাহত আছে।
গত ১০ জানুয়ারি শানদং প্রদেশের হুশান স্বর্ণখনিতে বিস্ফোরণের পর প্রবেশ টানেল ভেঙে পড়ে। সেসময় মোট ২২ জন শ্রমিক ভূগর্ভে আটকে পড়েন। এ ঘটনায় একজন শ্রমিক মারা যান।
নিখোঁজ ১০ শ্রমিক বেঁচে আছেন কি না, তা নিশ্চিত নয়। খনিতে বিস্ফোরণের কারণও জানা যায়নি।
আজ রোববার সকালে প্রথম শ্রমিককে উদ্ধার করা হয়। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত দুর্বল’ বলে জানানো হয়েছে।
প্রায় এক ঘণ্টা পর খনির অন্য একটি অংশ থেকে আরও ১০ শ্রমিককে উদ্ধার করা হয়। সিসিটিভি জানিয়েছে, এদের মধ্যে একজন আহত হয়েছেন।
Comments