চসিক নির্বাচন: বিএনপির শাহাদাতের নিরাপত্তায় পুলিশ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. মো. শাহাদাত হোসেনের নিরাপত্তায় মোতায়ন করা হয়েছে চার সদস্যদের পুলিশের একটি দল। রবিবার বিকেল থেকে শাহাদাতের নিরাপত্তায় তাদের মোতায়ন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও দলীয় সূত্র জানায় গত ২১ জানুয়ারি রাতে নগর বিএনপির কার্যালয় কাজির দেউড়ি নসিমন ভবনের সামনে প্রতিপক্ষের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে শাহাদাতের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর হয়। এরপর নির্বাচন কমিশনে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিনকে সরিয়ে নতুন ওসি পদায়ন ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য পুলিশ চেয়ে আবেদন করেন তিনি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার নিরাপত্তায় পুলিশ মোতায়ন করা হয়।
এ বিষয়ে ডা. শাহাদাত দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার গাড়িবহরে হামলার পর আমি পুলিশ প্রটেকশন চেয়ে আবেদন করেছি। তাদের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে হামলা করার উদ্দেশ্যে তাই আমি আমার নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ চেয়েছি।’
নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ আবদুর জানান, ‘শাহাদাতের নিরাপত্তা চেয়ে করা আবেদনের পর তার জন্য একজন অফিসার ও তিন জন পুলিশ কনস্টেবল মোতায়ন করা হয়েছে।’
‘প্রচারণার সময় কেউ যদি পুলিশি নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে এবং সেটি পুলিশের কাছে এলে তাদেরকেও নিরাপত্তা দেয়া হবে,’ জানান তিনি।
আগামীকাল সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে চসিক নির্বাচন প্রচারণা আর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচনে মেয়র পদে সাত জন ও ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭২ জন।
Comments