নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ইউরোপের রেকর্ড
২০২০ সালে জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের চেয়ে নবায়নযোগ্য উৎস থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে ইতিহাস গড়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আজ সোমবার গবেষণা সংস্থা এম্বার ও আগোরা এনার্গিভেন্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ইইউয়ের দেশগুলো বাতাস ও সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করেছিল ৩৮ শতাংশ। বিপরীতে কয়লা ও গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করেছিল ৩৭ শতাংশ।
এতে আরও বলা হয়েছে, গত বছর দেশগুলোর মধ্যে ডেনমার্ক সর্বোচ্চ ৬১ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করেছিল। এরপর আয়ারল্যান্ড উৎপাদন করেছিল ৩৫ শতাংশ ও জার্মানি ৩৩ শতাংশ।
সমীক্ষা প্রতিবেদন মতে, জোটের দেশগুলোর মধ্যে স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র সবচেয়ে কম নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করেছিল। তাদের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ছিল পাঁচ শতাংশের কম।
এতে আরও বলা হয়েছে, করোনা মহামারির কারণে ইইউয়ে গত বছর বিদ্যুতের সার্বিক ব্যবহার চার শতাংশ কম হয়েছে।
গত বছর জোটে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ২০ শতাংশ কম হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৫ সাল থেকে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ‘জোটের সব দেশেই কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে।’
ইউরোপের অনেক দেশ নির্ধারিত মাত্রায় দূষণ কমিয়ে আনতে ধীরে ধীরে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দিচ্ছে উল্লেখ করে প্রতিবেদেন বলা হয়েছে, মহামারির মধ্যে বিদ্যুতের দাম কমে যাওয়ায় অনেক কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প লোকসানে পড়েছে।
এতে আরও বলা হয়েছে, নবায়নযোগ্য বিদ্যুতের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় কয়লা-ভিত্তিক প্রকল্পগুলো লোকসানে পড়ছে।
এম্বারের জ্যেষ্ঠ জ্বালানি বিশেষজ্ঞ ডেভ জোসন বলেছেন, ‘নবায়নযোগ্য বিদ্যুতের চাহিদা প্রতিদিনই বাড়ছে। কারণ, আমরা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সংখ্যা বাড়িয়ে দিয়েছি।’
Comments