দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরের হাকিমপুর-নবাবগঞ্জ সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হাকিমপুর-নবাবগঞ্জ সড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার মোকসেদপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০) ও সেকান্দার আলী ছেলে সাখাওয়াত হোসেন (২৪)।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ দুপুরে ওই দুজন হাকিমপুর থেকে মোটরসাইকেলে বদরগঞ্জে ফিরছিলেন। তারা হাকিমপুর-নবাবগঞ্জ সড়কের নওদাপাড়া গ্রামে পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
পুলিশ মরদেহ তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে বলে জানান ওসি।
Comments