কক্সবাজারে ৯৪ শতাংশ রোহিঙ্গা নারী পারিবারিক সহিংসতার শিকার: আইআরসি
কক্সবাজারের ৯৪ শতাংশ রোহিঙ্গা নারী পরিবারে জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।
আজ সোমবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত ডাটায় ৮১ শতাংশ নারী পারিবারিক নির্যাতনের কথা জানায়।
২০২০ সালে তা বেড়ে ৯৪ শতাংশ হয়েছে বলে সমীক্ষা প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পরিচালিত সমীক্ষায় এ তথ্য ওঠে এসেছে।
আইআরসি বাংলাদেশ উইমেনস প্রোটেকশন কোর্ডিনেটর রোজানা মজুমদার গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন এ দেখে যে আরও অনেক বেশি নারী নির্যাতনের শিকার হচ্ছেন।’
তিনি মনে করেন, নারী ও কন্যাশিশুদের মানসিক সহায়তা দেওয়ার জন্যে কাজের পরিধি বাড়াতে হবে। যৌন নির্যাতনের শিকার নারীদের ক্লিনিক্যাল সেবা দেওয়ার পাশাপাশি জেন্ডার-ভিত্তিক সহিংসতা কমাতে এক্ষেত্রে আরও বিনিয়োগ বাড়ানো এখন যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।
Comments