শীর্ষ খবর

টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ ভ্যাকসিনের প্রথম চালান টঙ্গীতে বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউজে পৌঁছেছে।
বিশেষায়িত ভ্যানে করে টিকাগুলো বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউজে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ ভ্যাকসিনের প্রথম চালান টঙ্গীতে বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউজে পৌঁছেছে।

সোমবার দুপুর ১টার দিকে পুলিশ পাহারায় বেক্সিমকোর বিশেষায়িত ভ্যানে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভ্যাকসিনের এ চালান ওই ওয়্যারহাউজে নেয়া হয়। বেক্সিমকো ফার্মাটিউক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে করোনা ভাইরাসের ওই ভ্যাকসিনের প্রথম চালান এসে পৌঁছায়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে বিশেষায়িত ভ্যানে করে ভ্যাকসিনগুলো গাজীপুর মহানগরীর টঙ্গী চেরাগ আলী এলাকায় অবস্থিত বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউজের উদ্দেশে নেয়া হয়। পরে দুপুর একটার দিকে ভ্যাকসিন বহনকারী ৯টি বিশেষায়িত ভ্যান থেকে সেগুলো ওয়্যারহাউজে রাখা হয়।

টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানায় ১৫ মিলিয়ন ভায়াল ধারণক্ষমতার দুইটি ওয়্যারহাউস রয়েছে। ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ ভ্যাকসিন সংরক্ষণ করতে হয়। বিশেষায়িত এ ওয়্যারহাউজে নির্ধারিত তাপমাত্রাসহ বিশেষ পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। শুধু ওয়্যারহাউসেই নয়, পরিবহণের সময় ভ্যানেও ওই পরিবেশ ও তাপমাত্রা বজায় রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী ৩ কোটি ডোজ টিকার মধ্যে আজ ৫০ লাখ ডোজ ভ্যাকসিন এসেছে।

তিনি আরো জানান, আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের যে ল্যাবরেটরি আছে সেখানে রিলিজ সার্টিফিকেটের জন্য এ ভ্যাকসিনের কিছু স্যাম্পলসহ ডকুমেন্ট সাবমিট করতে হবে। আজকে অথবা আগামীকাল আমরা এসব জমা দেব। ল্যাবে জমা দেয়ার পর তারা তা রিলিজ করে দিলে ডিজি হেলথ অফিসের সরবরাহ করা তালিকা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভ্যাকসিন ৬৪ জেলায় আমাদের ফ্রিজার ভ্যানে করে পৌঁছে দেয়া হবে।

আরও পড়ুন-

ঢাকায় পৌঁছাল ৫০ লাখ ডোজ ভ্যাকসিন

 

Comments

The Daily Star  | English
Election Commission Logo

2,712 aspirants to vie for 300 seats

A total of 29 registered political parties have nominated their candidates for the election scheduled for January 7

34m ago