গাইড ও ট্যুর অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক
দেশে ট্যুর অপারেটরদের কার্যক্রমে শৃঙ্খলা আনতে নতুন একটি আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এই আইনে ট্যুর অপারেটর ও গাইড হিসেবে কাজ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার বিধান রাখা হয়েছে।
আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন ২০২০’ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ট্যুর অপারেটরদের নিবন্ধনের আওতায় আনতে একটি টুরিজম অথরিটি গঠন করা হবে। পর্যটকদের আস্থা অর্জনের মাধ্যমে এই শিল্পের বিকাশে আইনটি করা হচ্ছে। আইনের বিধিবিধান ভাঙলে শাস্তির ব্যাবস্থাও থাকবে।
এখন যারা ট্যুর অপারেটর হিসাবে কাজ করছে সবাইকে আইনের আওতায় নিবন্ধন নিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
Comments