পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হলেন সন্‌জীদা খাতুন ও কাজী সাজ্জাদ আলী জহির

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্‌জীদা খাতুন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীককে ভারতের অন্যতম বেসামরিক সম্মাননা পদ্মশ্রী দেওয়া হয়েছে।
সন্‌জীদা খাতুন (বামে) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির (ডানে)। ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্‌জীদা  খাতুন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীককে ভারতের অন্যতম বেসামরিক সম্মাননা পদ্মশ্রী দেওয়া হয়েছে।

আজ সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই দুই বাংলাদেশিকে সম্মাননায় ভূষিত করার কথা জানানো হয়েছে।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষক সন্‌জীদা খাতুন বাংলাদেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তিনি বীরপ্রতীক খেতাব পান।

ভারতীয় সম্মাননার মর্যাদাক্রম অনুসারে, পদ্মশ্রীর স্থান ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণের পরে। ভারতে ১৯৫৪ থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের মাধ্যমে ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতি জানানো হয়।

Comments

The Daily Star  | English

US sanction on Aziz not under visa policy: foreign minister

Bangladesh embassy in Washington was informed about the sanction, he says

41m ago